ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয় ?
A) সুইজারল্যাণ্ড
B) পামীর মালভূমি
C) উত্তর মেরু
D) এভারেস্ট

62) পৃথিবীর কোন্ দেশে মধ্যরাতে সূর্যালোক দেখা যায় ?
A) জাপান
B) নরওয়ে
C) মিশর
D) থাইল্যাণ্ড

63) দিউ একটি দ্বীপ
A) দমন এর পাশে
B) গোয়ার পাশে
C) গুজরাটের পাশে
D) মহারাষ্ট্রের পাশে

64) ফেরেলের সূত্র নীচের কোনটির সাথে সম্পর্কিত ?
A) উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য
B) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ
C) ওপরের কোনটিই নয়
D) দ্রাঘিমাংশ নির্ণয়

65) পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল—
A) সুমেরু মহাসাগর
B) ভারত মহাসাগর
C) আটলান্টিক মহাসাগর
D) প্রশান্ত মহাসাগর

66) রেজিস্থান মরুভূমি কোন দেশের অন্তর্গত ?
A) ভারত
B) পাকিস্থান
C) আফগানিস্থান
D) কোনটিই নয়

67) প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত ?
A) ৫০ হাজারের বেশী কিন্তু ১ লক্ষের কম
B) ১ লক্ষের বেশী
C) ২০ হাজারের বেশী কিন্তু ৫০ হাজারের কম
D) ১০ হাজারের বেশী কিন্তু ২০ হাজারের কম

68) আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A) লুনি নদীর তীরে
B) সবরমতী নদীর তীরে
C) গঙ্গা নদীর তীরে
D) কৃষ্ণা নদীর তীরে

69) কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
A) এলাহাবাদে
B) লক্ষ্ণৌয়ে
C) বারাণসীতে
D) কোচিনে

70) ‘বাদা’ কাকে হলা হয় ?
A) পশিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী বালুকাময় তটভূমিকে
B) পশিমবঙ্গের রাঢ় সমভূমি অঞ্চলকে
C) দার্জিলিং-হিমালয় পার্বত্য অঞ্চলের স্থানীয় নাম
D) সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও বনভূমিকে

71) গুরুমন্ডল ও অশ্মমণ্ডল এর মধ্যে কোন বিযুক্তি অবস্থিত ?
A) মোহ বিযুক্তি
B) কনরাড বিযুক্তি
C) রেপটি বিযুক্তি
D) ল্যামেন বিযুক্তি

72) ভারতের কোথায় ভার্ব লক্ষ্য করা যায় ?
A) ময়ুরভঞ্জ
B) তালচের
C) ঝড়িয়া
D) রানিগঞ্জ

73) পালঘাট গ্যাপ যুক্ত করেছে-
A) নাসিক আর মুম্বাইকে
B) জম্মু আর কাশ্মীর কে
C) তামিলনাড়ু আর কেরালাকে
D) পুনে আর মুম্বাইকে

74) ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি ?
A) ভাকরা নাঙ্গাল প্রকল্প
B) দামোদর প্রকল্প
C) কোশি প্রকল্প
D) রামসাগর প্রকল্প

75) আম্লিক শিলায় সিলিকার পরিমান কত ?
A) ৬৫%
B) ৫৫%
C) ৪৫%
D) ৩৫%

76) পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি ?
A) মাউন্ট ফুজি
B) এটনা
C) মৌলানোয়া
D) ভিসুভিয়াস

77) নিম্নলিখিত কোনটা বৃহৎ স্কেল মানচিত্র ?
A) টপোগ্রাফিকাল ম্যাপ
B) আটলাস ম্যাপ
C) ক্যাডাস্টিয়াল ম্যাপ
D) উপরের সব কটি

78) ক্যাটরিনা কোথায় দেখা যায় ?
A) জাপান
B) হংকং
C) ক্যালিফোর্নিয়া
D) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ

79) আয়ন বায়ুর গতিবেগ বেশি দেখা যায় –
A) উত্তর গোলার্ধে
B) দক্ষিণ গোলার্ধে
C) পূর্ব গোলার্ধে
D) পশ্চিম গোলার্ধে

80) বিশ্বের সর্বাধিক জনবসতি পুর্ন মহাদেশ কোনটা ?
A) এশিয়া
B) আফ্রিকা
C) ইউরোপ
D) দক্ষিন আমেরিকা